শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

0 Comments
Posted in Arrangement, Art, Business

এখন নিরপেক্ষ সরকারের বিকল্প নেই

অনেকগুলো টপিক জমা হয়ে আছে। কোনটা লিখব? এসব ভাবতে ভাবতে সামনে এসে গেল নতুন নির্বাচন কমিশন। এই কমিশন গঠনের ঘোষণা হতে কি না হতেই শুরু হয়েছে বিতর্ক, কমিশন নিয়ে বিতর্ক, চীফ ইলেকশন কমিশনার নূরুল হুদাকে নিয়ে বিতর্ক। মঙ্গলবার থেকেই বিতর্কটি চলছিল। বুধবার সেটি প্রকাশ্যে চলে আসে। বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ২০ দলের মতে নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর মতামতেরই প্রতিফলন ঘটেছে। বিতর্কিত একজন সাবেক কর্মকর্তার নেতৃত্বে গঠিত কোনো প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। তাই কেএম নূরুল হুদার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। দল-মতের ঊর্ধ্বে থেকেও বলা যায় যে, অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম বাছাই করবে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে। তাদের জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা, রাজনৈতিক সংশ্লিষ্টতা ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে। কিন্তু সেটা না করে অবিশ্বাস্য এবং রূদ্ধশ্বাস দ্রুততার সঙ্গে কমিশন গঠনের ঘোষণা দেয়া হয়েছে। এই তাড়াহুড়ো, এই লুকোচুরি একরাশ সন্দেহের জন্ম দিয়েছে। এখন আর এটি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না যে, এসব নাম আগেই ঠিক করা ছিল। বাছাই কমিটি গঠন, বিভিন্ন দলের সাথে বৈঠক, নাগরিক সমাজের ১৬ জনের সাথে বৈঠক, ১০ জনের নাম বাছাইÑ সবই ছিল সাজানো নাটক। কে চীফ ইলেকশন কমিশনার হবেন, কারা কমিশন সদস্য হবেন, সেগুলো সবই ছিল সরকারের মনের মধ্যে। তাই বাছাই কমিটির সাথে সন্ধ্যায় বৈঠকের সাথে সাথেই আস্তিনের ভেতর থেকে ৫টি নাম বের করা হয় এবং সরকারীভাবে ঘোষণা করা হয়।
নূরুল হুদা যখন যুগ্ম সচিব ছিলেন তখনই তাকে বাধ্যতামূলক অবসর দেয় বিএনপি সরকার। এরপর হাইকোর্ট বা সুপ্রীম কোর্ট নয়, আওয়ামী সরকার গঠিত প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে চাকরিতে পুনর্বহাল করে। তাকে যুগ্মসচিব থেকে সচিব পদে পুনর্বহাল করা হয়। মাঝখানে অতিরিক্ত সচিব পদটি ডিঙিয়ে যাওয়া হয়। আরও মজার ব্যাপার হলো, অতিরিক্ত সচিব বা সচিব পদে তিনি একদিনও কাজ করেননি। সচিব পদে পুনর্বহাল করে সাথে সাথেই তাকে অবসর দেয়া হয়। সুতরাং চাকরি জীবনে তার অভিজ্ঞতা ঐ যুগ্ম সচিব পর্যন্তই। এসব ছাড়াও তার বিরুদ্ধে আরও সব গুরুতর অভিযোগ আছে। তিনি যখন কুমিল্লার ডিসি ছিলেন তখন তিনি নাকি তার অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলেন। তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে একটি প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করে এবং নূরুল হুদাকে চাকরিতে পুনর্বহাল করে। সুতরাং দেখা যাচ্ছে যে, নূরুল হুদা সব সময় বিএনপি তথা ২০ দল বিরোধী লোক এবং আওয়ামী লীগের খাস লোক। সুতরাং নূরুল হুদা কমিশন যে আরেকটি রকিব কমিশন হবে তার আলামত এখনই স্পষ্ট হয়ে ফুটে উঠছে।
এখানে আরো কয়েকটি বিষয় সন্দেহকে ঘনীভূত করে। বাছাই কমিটির সাথে প্রেসিডেন্টের মিটিং এবং কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি- মাঝখানে সময় ছিল মাত্র দু’ঘণ্টা। এই দুই ঘণ্টায় বাছাই কমিটির ১০ জন সদস্যের জীবনবৃত্তান্ত পড়া এবং তাদের খোঁজ-খবর নেয়া ও মূল্যায়ন করতেই তো ২৪ ঘণ্টা লেগে যাওয়ার কথা। সেখানে মাত্র দুই ঘণ্টার মধ্যে এসব যাবতীয় কাজ সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করার অর্থই হলো, সব কিছুই আগে থেকেই ঠিক করা ছিল। নাহলে কেন এই তাড়াহুড়ো? আরো কথা আছে। নূরুল হুদা, রফিকুল ইসলাম এবং ব্রিগেডিয়ার শাহাদাৎ হোসেন চৌধুরীর নাম কে বা কারা প্রস্তাব করেছিলেন? কোত্থেকে এলো এই তিনটি নাম? তরীকত ফেডারেশন নামক একটি স্বল্প পরিচিত দল নাকি এসব নাম দিয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি’র মত দল, যারা বছরের পর বছর সরকার চালিয়েছে, তাদের হাত দিয়ে এসব নাম এলো না, আর এলো তরীকত ফেডারেশন নামক একটি দলের মাধ্যমে, যাদের কোনোদিন একটি ইউনিয়ন পরিষদ চালানোরও অভিজ্ঞতা নাই, তাদের হাত দিয়ে এলো এই তিনটি নাম এবং সেসব নাম প্রেসিডেন্ট গ্রহণও করলেন, সে কথাই কি আজ বিশ্বাস করতে হবে? নাকি নিজেরা না দিয়ে অন্যের হাত দিয়ে এসব নাম টেবিলে আনা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয়েছে?
॥ দুই ॥
কথা ছিল, সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি তাদের বাছাই করা ১০ জনের নাম পূর্বাহ্নে জনসমক্ষে প্রকাশ করবেন তাহলে বোঝা যাবে, এরা কারা, এদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা এবং এদের সততা ও নৈতিকতা অতীতে প্রশ্নবিদ্ধ হয়েছিল কিনা? সেটি করা হলে সমগ্র বিষয়টি স্বচ্ছ থাকত। এরপর প্রেসিডেন্ট যখন ঐ ১০ জনের ভেতর থেকে ৫ জনের নাম চূড়ান্ত করতেন তখন আর কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকত না। কিন্তু এবার সেটি করা হল না। বরং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের বললেন যে, চাঁদ উঠলেই সকলে দেখতে পাবেন। তাই নাম প্রকাশের কোনো দরকার নাই। তার কথাই বর্ণে বর্ণে মেনে নেয়া হলো। অন্য কমিশনারদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। কবিতা খানম, ব্রি: জে: শাহাদৎ হোসেন এবং রফিকুল ইসলাম কঠিন আওয়ামী লীগার। মাহবুব তালুকদারের নাম যদিও নাকি বিএনপি দিয়েছে, তবুও বিএনপি কোন বিবেচনায় এই নামটি দিয়েছে সেটি মোটেই আমার বোধগম্য নয়। তিনি বাংলার ছাত্র। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের একজন এ্যাকটিভিস্ট ছিলেন। চাকরি জীবনেও আওয়ামীপন্থী আমলা ছিলেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। তাকে সচিব না করায় তার ক্ষোভ ছিল। এজন্য অবসর পরবর্তী জীবনে তিনি আওয়ামী সরকারের ওপর ক্ষুব্ধ ছিলেন। এই ক্ষুব্ধতা তার আওয়ামীপন্থী রাজনৈতিক আদর্শের বিন্দুমাত্র বিচ্যুতি ঘটায়নি।
এখন প্রশ্ন হলো অন্যত্র। বিএনপি আওয়ামী সরকারের নিকট থেকে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করেছিল কিভাবে? একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য তারা প্রেসিডেন্টের ওপর অনেকখানি ভরসা করেছিল। কেন এমন ভরসা তারা করে তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তারা ভুলে যায় কিভাবে যে, জনাব আব্দুল হামিদ কিশোরগঞ্জ আওয়ামী লীগের নেতা ছিলেন কয়েকদশক ধরে। তিনি শেখ মুজিবের একজন নিবেদিতপ্রাণ নেতা ও কর্মী ছিলেন। কিশোরগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নে তিনি ছয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। শেখ হাসিনাই তাকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বানান। শেখ হাসিনাই তাকে জাতীয় সংসদের স্পিকারও বানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানান। এমন একটি পটভূমি এবং পরিস্থিতিতে বিএনপি কেমন করে আশা করে যে, প্রেসিডেন্ট আব্দুল হামিদ এমন একটি নির্বাচন কমিশন বানাবেন যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দসই হবে না? বিএনপি তথা বিরোধী দলকে ভুললে চলবে না যে, ৭০ বছরের বেশি বয়স- এই ধুয়া তুলে সাবেক সচিব জনাব আসাফউদ্দৌলাকে বাতিল করা হয়েছে। তাহলে ৭৬ বছর বয়সী মাহবুব তালুকদারকে কমিশনার করা হলো কোন যুক্তিতে? একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য বিএনপি অনেক এনার্জি খরচ করেছে। দুই মাস ধরে তাদের প-িতরা পড়াশোনা ও গবেষণা করে শক্তিশালী নির্বাচন কমিশনের একটি রূপরেখা দাঁড় করিয়েছে এবং জনগণের মাঝে সেটি প্রকাশও করেছে। যারা আওয়ামী লীগের রাজনীতি বিগত ৬ দশক ধরে পর্যবেক্ষণ করে আসছেন তারা তখনই ভেবেছিলেন যে, বিএনপি এসব রিসার্চ ও ব্রেন স্টর্মিং সবই অরণ্যেরোদন। আওয়ামী লীগ কোন্ ধরনের ইলেকশন কমিশনার বানাবে সেটি তারা অনেক আগেই ঠিক করে রেখেছিল। অনেকটা সেই রবীন্দ্রনাথের কবিতার মত। শিশু তার মাকে জিজ্ঞেস করছে, ‘মা আমি কোথায় ছিলেম? কিভাবে এলেম আমি?’ মা বলছেন, ‘ইচ্ছে হয়ে ছিলি তুই মনের মাঝারে।’ তেমনি নূরুল হুদা কমিশনও ইচ্ছে হয়েছিল সরকারের মনের মাঝারে। বাছাই কমিটির মাধ্যমে সেটির প্রসব হয়েছে মাত্র। সেই কমিশন একটি অবাধ, নিরপেক্ষ ও সকলকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে, তেমন আশা যদি কেউ এখনও পোষণ করে থাকেন তাহলে বলতে হবে, ‘ধন্য আশা কুহকীনি।’
॥ তিন ॥
আবার একটি রকিব কমিশন গঠিত হলো। বিএনপি এই কমিশন প্রত্যাখ্যান করেছে। কিন্তু তাতে কি লাভ? একটি প্রেস কনফারেন্স করে প্রত্যাখ্যান করলেই কি ঐ কমিশন বাতিল হয়ে যাবে? সকলেই জানেন, বাতিল হবে না। হুদা কমিশন বাতিল করতে হলে প্রয়োজন হবে প্রবল গণআন্দোলনের। বিএনপি আমলে বিচারপতি এমএ সাত্তারকে চীফ ইলেকশন কমিশনার করে একটি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশন কাজ করতে পারেনি। প্রবল গণআন্দোলনের ফলে ঐ কমিশন বাতিল হয়েছিল। এসেছিল এটিএম শামসুল হুদা কমিশন। সেই ধরনের গণআন্দোলন কি বিএনপি করতে পারবে? গত কয়েক বছরের অভিজ্ঞতা সেটা বলে না। এমন একটি পরিস্থিতিতে বিএনপি’র সামনে তথা সমস্ত বিরোধী দলের সামনে আর কোনো অপশন কি খোলা আছে?
॥ চার ॥
ইতোমধ্যেই ব্যক্তিগত আলাপচারিতায় এবং পত্র-পত্রিকায় বক্তৃতা-বিবৃতির মাধ্যমে বিশিষ্টজনরা বলছেন যে, আগামী নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে হলে সেটি অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। সেই সরকারকে আপনি যে নামেই ডাকুন না কেন, সেটি কেয়ারটেকার সরকার হতে পারে বা অন্য যে কোনো নামের সরকার হতে পারে। তবে কোনো অবস্থাতেই দলীয় সরকার হতে পারবে না। তাদের মতে, অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় যে, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনে ক্ষমতাসীন সরকারই বিজয়ী হয়েছে। দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী সরকারের অধীনে গঠিত সমস্ত নির্বাচন কমিশন আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে ভূমিকা পালন করেছে। হুদা কমিশন নামে যে আওয়ামী কমিশন গঠিত হলো তার ফলে আগামী নির্বাচনে ঐ কমিশন নয়, সরকারের ভূমিকাই মুখ্য হবে। রকিব কমিশন সমগ্র নির্বাচন ব্যবস্থাকেই নষ্ট করে গেছে। নষ্ট করার এই প্রক্রিয়ায় সরকারের মদত ছিল এবারও তেমন একটি কমিশনই গঠিত হলো এবং এই সরকারই সেটি গঠন করলো। নতুন সিইসি হুদা বলেছেন, তিনি কোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না। প্রশ্ন হলো, এই চাপ তাকে কে দেবে?  নিশ্চয়ই বিরোধী দল নয়। কারণ চাপ দেয়ার মতো ক্ষমতা কি তাদের আছে? তারা তো বড়জোর কোনো ইস্যু বা দাবি নিয়ে কমিশনের কাছে যাবেন এবং একটি দাবিনামা বা স্মারকলিপি পেশ করবেন। এর বেশি কিছু তারা কি করবেন? চাপ এলে সিটি আসবে সরকারী দল থেকে। অতীতেও, বিশেষ করে আওয়ামী আমলে চাপ এসেছে সরকারী দল থেকে। এসব চাপের কাছে সম্পূর্ণ নতি স্বীকার করেছিল রকিব কমিশন। নতি স্বীকার করে তারা অনেক অন্যায় কাজ করেছে। ফলে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা শূন্যের কোঠায় নেমে এসেছে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে ইউপি নির্বাচন-প্রতিটি স্তরে ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান, সহিংসতা, হত্যা, খুন জখম, এসব অপকর্মের ফলে শুধুমাত্র নির্বাচন কমিশনই নয়, সমগ্র নির্বাচন ব্যবস্থার ওপরেই জনগণের অনাস্থা জন্মেছে।
হুদা কমিশনের প্রধান কাজ হবে, এই বিশাল অনাস্থা দূর করা এবং জনগণের আস্থা পুনরায় ফিরিয়ে আনা। প্রো-গভর্নমেন্ট ইলেকশন কমিশন দিয়ে সেই আস্থা ফিরিয়ে আনা অসম্ভব। এটি ফিরিয়ে আনতে হবে সরকারকে। এই সরকার সেই কাজটি করবে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই। সেটি করার জন্য এগিয়ে আসতে হবে বিরোধী দলকে। জনগণকে সাথে নিয়ে একটি নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, হুদা কমিশন গঠনের পর সেই আন্দোলনের আর কোন বিকল্প পথ সরকার খোলা রাখলো না।

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

0 Comments
Posted in Arrangement, Art, Business

মসজিদে সন্ত্রাসী হামলার নেপথ্যে কারা?

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ছয়জন। আহত হয়েছেন আরও আটজন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। একে একটি সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে পুলিশ। মসজিদে হামলা ও হতাহত হওয়ার ঘটনাকে মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মুসলমানদের ওপর এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।’ উল্লেখ্য যে, ২৯ জানুয়ারি (স্থানীয় সময় রোববার রাতে) নামাযের সময় কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে বন্দুকধারীরা নির্বিচারে গুলী ছোঁড়ে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসজিদের ভেতর থাকা অন্তত ৪০ জন মানুষের ওপর তিনজন বন্দুকধারী গুলী ছোঁড়ে। এই ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, কানাডার মুসলমানরা দেশের জাতীয় কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। কানাডার সমাজ, শহর ও দেশে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কোনো ঠাঁই নেই। উল্লেখ্য যে, আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার দেশে মুসলিমপ্রধান সাতটি দেশের শরণার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন তখন কানাডার প্রধানমন্ত্রী বিপন্ন শরণার্থীদের নিজ দেশে স্বাগত জানান। এমন পরিস্থিতিতে মসজিদে ওই সন্ত্রাসী হামলা সৃষ্টি করেছে নানা প্রশ্ন। এর আগে মসজিদে আগুন-হামলার ঘটনা ঘটেছে আমেরিকায়।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আগুনে পুড়ে গেছে একটি মসজিদ। টেক্সাসের হিউস্টন শহরের ১১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ছোট শহর ভিক্টোরিয়ার ওই মসজিদটির পুরোটাই আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মসজিদে আগুনের এ ঘটনা ‘বিদ্বেষপ্রসূত হামলা’ হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার নামের ওই মসজিদ থেকে আগুনের শিখা বেরুতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মসজিদটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের উৎস বা কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। ৭ বছর আগে এই মসজিদটি একবার সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিল। এ ছাড়া ৩ মাস আগে মসজিদটিতে চুরি হয়েছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। ওই মসজিদটি এলাকার একমাত্র মসজিদ। এক সাথে ১০০ জন নামায আদায় করতে পারতেন ওই মসজিদে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো। মসজিদে সন্ত্রাসী অগ্নিকাণ্ডের ঘটনাটি অমানবিক ও নিন্দনীয়। কোন ধর্মের মানুষই এমন ঘটনাকে সমর্থন করতে পারেন না। দেশের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পও নিশ্চয়ই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনাকে সমর্থন করবেন না। ডেমোক্র্যাটরাও ঐ ঘটনাকে সমর্থন করবেন না। তাহলে ঘটনাটি কারা ঘটালো? কাদের ইন্ধনে এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনা ঘটলো? এখানে কোন ভুল বার্তা কাজ করেনি তো?
আমরা জানি, ট্রাম্পের অভিবাসন বিরোধী বক্তব্য যুক্তরাষ্ট্রে কিছুটা উত্তেজনা সৃষ্টি করেছে। কারো কারো মধ্যে উগ্রতার বীজও বপিত হতে পারে। অভিবাসীদের রাষ্ট্র হিসেবে পরিচিত আমেরিকায় ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খান ট্রাম্পের অভিবাসন নীতিকে লজ্জাজনক ও নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। ৭টি দেশের অভিবাসীদের সাময়িক নিষিদ্ধ করে ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে তিনি ওই ঘটনাকে স্বাধীনতা ও সহিষ্ণুতার মূল্যবোধহীনতা বলে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসনের এমন নীতিতে অনেক বৃটিশ নাগরিক ক্ষতিগ্রস্ত হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি এই নীতির বিষয়ে বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে উদ্বেগ প্রকাশ করায় সাদিক খান তার সন্তুষ্টির কথা জানিয়েছেন। লন্ডনের মেয়র আরো বলেন, ‘উদ্বাস্তুদের আশ্রয় ও পুনর্বাসনের ক্ষেত্রে গর্ব করার মতো ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ইচ্ছে করলেই এই বিশ্ব-সংকটকে উপেক্ষা করতে পারেন না। সব দেশকেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’
লন্ডনের মেয়রের বক্তব্য ট্রাম্প কতটা উপলব্ধি করবেন তা আমরা জানি না। তবে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হয়রানির শিকার হচ্ছেন মুসলমানরা। বৈধ কাগজপত্র থাকার পরেও বিভিন্ন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রগামী মুসলিম যাত্রীদের আটকে দেয়া হচ্ছে। গত শনিবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকা থেকে ১১ জন উদ্বাস্তুকে আটক করা হয়েছে। মিসরের রাজধানী কায়রোর বিমানবন্দর থেকে ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রগামী ইয়েমেনের একজন এবং ইরাকের ৫ জন নাগরিককে ফিরিয়ে দেয়া হয়। এদিকে নিজেদের ৭ জন মুসলিম যাত্রীকে বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে অস্বীকৃতি জানায় নেদারল্যান্ডভিত্তিক বিমান সংস্থা কেএলএম। এসব ঘটনায় উপলব্ধি করা যায় ট্রাম্পের নির্বাহী আদেশ বিশ্বে কেমন এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা মনে করি, সময় থাকতেই বিশ্বনেতাদের এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসা উচিত, নয়তো পৃথিবীতে অশান্তির মাত্রা আরো বেড়ে যেতে পারে।
প্রেসিডেন্ট হিসেবে মাত্র দুই সপ্তাহ অতিবাহিত করলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে বিশেষজ্ঞ মহলে যে শঙ্কা ছিল তিনি বেশ দ্রুতই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তা বাস্তবে পরিণত করে চলেছেন। বলা যায়, একের পর এক তিনি তুলকালাম কাণ্ড করে চলেছেন। ট্রাম্পের সমর্থকরা বলছেন, তিনি একজন বিপ্লবী। তবে অন্যরা এভাবে শঙ্কিত যে, তাঁর একনায়কসুলভ আচরণে শুধু যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিই বিপন্ন হবে না, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাও ভেঙ্গে পড়তে পারে। উল্লেখ্য যে, ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশ জারি করে চলেছেন। গত শুক্রবার হলোকস্ট স্মরণ দিবসে অভিবাসন প্রশ্নে দু’টি নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। প্রথমটিতে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত সিরিয়া থেকে উদ্বাস্তু গ্রহণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর অন্যসব দেশের উদ্বাস্তুদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা চালু থাকবে পরবর্তী ১২০ দিনের জন্য। দ্বিতীয় নির্দেশে ৭টি আরব দেশ থেকে মুসলমানদের ভিসা দেয়ার ব্যাপারে অত্যন্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশগুলো হলো ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও  সোমালিয়া। তবে যেসব দেশের সঙ্গে ট্রাম্পের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে এই কড়াকড়ি আরোপ হবে না। এই ক্ষেত্রে সৌদি আরব, মিসর ও জর্দানের নাম উল্লেখ করা যেতে পারে। এর আগেই এক নির্দেশে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের লক্ষ্যে অতিরিক্ত কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যেসব শহর অভিবাসীদের গ্রেফতারে সহযোগিতা করবে না তাদের বাধ্য করতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করবে ট্রাম্প প্রশাসন। এদিকে নিউইয়র্ক, লসঅ্যাঞ্জেলেসসহ অনেক শহরের মেয়ররা জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশ সত্ত্বেও তারা এ ব্যাপারে ফেডারেল সরকারের সঙ্গে কোন সহযোগিতা করবেন না। অবৈধ অভিবাসী ঘেরাও করার লক্ষ্যে ট্রাম্প যদি আসলেই ফেডারেল বাহিনী পাঠান তাহলে ফেডারেল সরকারের সঙ্গে অঙ্গরাজ্যগুলোর বড় ধরনের বিরোধের সূত্রপাত হতে পারে।
শরণার্থী কর্মসূচি স্থগিত ও মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে গিয়ে আইনী চ্যালেঞ্জের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর) নামের এক বিখ্যাত আইনী সহায়তা প্রতিষ্ঠান দাবি করেছেন, নয়া প্রেসিডেন্টের আদেশ সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। আদেশটির বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়েরের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, ট্রাম্পের এ আদেশের মূল উদ্দেশ্য মুসলিম প্রধান দেশগুলোর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা। এদিকে বিভিন্ন মানবাধিকার সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান মানুষরা ট্রাম্পের আদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ইরাক যুদ্ধের সময় আত্মঘাতী বোমা হামলা থেকে নিজের ইউনিটকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছিলেন মার্কিন সেনা হুমায়ুন খান। তার বাবা খিজির খান ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করে বলেন, ‘মুসলিম ও অভিবাসীদের আক্রমণকে লক্ষ্য করে ট্রাম্প সাংবিধানিক নীতি এবং আমেরিকার মৌলিক মূল্যবোধ ক্ষুণœ করার যে দৌড়ে নেমেছেন তা খুবই উদ্বেগজনক। মুসলমানদের জন্য বৈষম্যমূলক নীতি করে ট্রাম্প যে পদক্ষেপ ঘোষণা করেছেন এবং তিনি ও তার প্রশাসন যে পদক্ষেপগুলো নিতে পারেন সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক আমেরিকানের জন্য অপরিহার্য। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাহী আদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। জাকারবার্গ জানান, “তার প্রপিতামহরা জার্মানী, অস্ট্রিয়া ও পোল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন। তার স্ত্রীর বাবা-মা চীন ও ভিয়েতনাম থেকে অভিবাসী হয়ে এসেছেন। যুক্তরাষ্ট্র আসলে অভিবাসীদের দেশ এবং আমাদের তা নিয়ে গর্বিত হওয়া উচিত। আমাদের উচিত শরণার্থী এবং যাদের সহায়তা দরকার তাদের জন্য আমাদের দুয়ার খোলা রাখা। সেটাই আমাদের বৈশিষ্ট্য। কয়েক দশক আগে যদি আমরা শরণার্থীদের তাড়িয়ে দিতাম তবে প্রিসসিলার (জাকারবার্গের স্ত্রী) পরিবার আর এখানে থাকতো না।” জাকারবার্গ আসলে আমেরিকার ইতিহাস ও বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আজ হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাস ও ঐতিহ্য অস্বীকার করে এ কোন্্ অভিযাত্রায় নেমেছেন? তার এই অভিযাত্রা দেশে-বিদেশে কোন আশাবাদ সৃষ্টি করতে পারেনি, বরং জন্ম দিয়েছে এক নতুন শঙ্কার। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ভাষ্যকার ডেভিড ব্রুকস বলেছেন, “আসলে ট্রাম্প একজন আত্মম্ভরি মানুষ, তার ব্যবহার বখে যাওয়া পাঁচ বছরের বালকের মতো।” ডেভিস ব্রুকস-এর এমন মন্তব্যের পর ট্রাম্পের ব্যাপারে মানুষ আশাবাদী হবে কেমন করে? তবে আমরা আশা করবো, ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিজ্ঞজনদের সমালোচনা ও পরামর্শকে গুরুত্ব দেবেন এবং যৌক্তিক পথে ফিরে এসে যুক্তরাষ্ট্রসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবেন।

Ads